বেঙ্গল টাইমস প্রতিবেদন: চার মিনিট ছাড়া ছাড়া চলতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো। এমনই ইঙ্গিত রেলসূত্রে। তবে সবসময়ই যে চার মিনিট ছাড়া চলবে, এমন নয়। কোন সময় কেমন লোক হচ্ছে, সেটা বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে ব্যবধান বাড়ানো হতেই পারে। তবে আপাতত অফিস টাইমে চার মিনিট ছাড়া ছাড়া চালানোর ভাবনা রয়েছে।
ইস্ট ওয়েস্ট মেট্রো পুজোর আগেই চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছু জায়গায় কাজ এখনও বাকি। তাই কিছুটা সময় লাগছে। তবে, বিভিন্ন স্টেশনের মাঝে ট্রায়াল রান চলছে। সূত্রের খবর, সেই ট্রায়াল রান দশ কিমি বেগে শুরু হলেও এখন তা ৯০ কমি পর্যন্ত বেগ তুলছে। তবে কি ওই বেগে ট্রেন ছুটবে? রেল সূত্রের দাবি, এখন ৯০ কিমি বেগে ছুটলেও ওই গতি কমিয়ে আনা হবে। যাত্রী–সহ ট্রেন ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে চলবে। প্রথম ফেজে ছটি স্টেশনের মধ্যে ট্রেন চলবে। ফুলবাগান থেকে সেক্টর ফাইভ। ফুলবাগান স্টেশনটি মাটির তলায়। বাকি স্টেশনগুলি হল স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, সেক্টর ফাইভ। এগুলি মাটির ওপর। জোরকদমে চলছে কাজ। রেলকর্তাদের আশা, লোকসভা ভোটের আগেই এই ছটি স্টেশনের মধ্যে ট্রেন চালু হয়ে যাবে।