দেখতে দেখতে দু মাস পেরিয়ে গেল। সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বিতর্ক এখনও চলছেই। সেই আবহে দু মাস আগের মুহূর্তকে ফিরে দেখা। দশ নম্বর কিস্তি। লিখেছেন ইন্দ্রাণী রাহা।
….. ওহ্ তুমি, গুড মর্নিং…. আমি জানতাম না যে তুমি আছো, ঘুম হয়েছে….
নৈপথ্যে– আমার ঘুম না হলেও চলবে, আমি তো রাতে আবার ঘুমাবো…
..!! সে তো সবাই ঘুমোয়….!!
নৈপথ্যে– সবার কথা বাদ দাও, সবাই আর তুমি কি এক হলে….
“ওহ্ তো মুঝে মালুম হ্যে, ম্যা চিজ্ বড়ি হুঁ মস্ত মস্ত”….
নৈপথ্যে– তাই তো…. কাল সারারাত ভালো করে ঘুমাতেই পারিনি…
আমার পাশে এসে বসল…. আমি তাকিয়ে আছি…. কী নিয়ে মজা করতে চাইছে বুঝতে পারছি না….
নৈপথ্যে– তোমাকে নিয়ে গুগলে কী লেখা আছে দেখেছ? …!! না তো….কী লিখেছে…..??
নৈপথ্যে– উইকিপিডিয়া বলছে আজকের দিনটা তোমার খুব স্পেশাল….
….. তাই নাকি…. আমি হাসলাম….হাত থেকে মোবাইল টা নিয়ে নিল সে…. কেমন যেন আন্ইজি ফিল হচ্ছে…. আমার পাশে বসল গা ঘেঁষে…. মোবাইল টা হাতে ফেরত এলো…. উইকিপিডিয়া তে আমার প্রোফাইল বার করা…. আমার জন্ম তারিখ এর পাশে হাইফেন দিয়ে আজকের তারিখ….!! ফোর্টিনথ্ জুন টু থাউজেন্ড টোয়েন্টি….!!
“ওয়াজ” আ্যন ইন্ডিয়ান অ্যক্টর….. !?
( পেছন থেকে গলায় কিছু একটা টান টান হয়ে বসে গেল…. বাঁ হাত টা উঠে গেলো গলার কাছে, ছুঁয়ে ই বুঝলাম ওটা ফাজ এর গলার বেল্টটা…. কিন্তু কেউ একটা হাতটা সরিয়ে, টেনে ধরে থাকল…. ডান হাতটা ধরে ফেলেছে সামনের জন,…. কিন্তু পিছনে যে আছে সে সাইট এ ছোট তাই গলায় ঠিক করে চাপ দিতে পারছে না…. সারা শরীর দিয়ে ঠেলে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই পিছনের দিকে হ্যাঁচকা টান…. টাল রাখতে না পেরে পড়ে গেলাম, সামনে দেওয়াল এর পিলারে মাথা ঠুকে গেল…. হাাঁঁটুতে সজোরে একটা ঘা পড়়লো…. হুড়মুুড় করে মুুুখ থুবড়ে পড়়ে যাচ্ছি, দেওয়লের পিলারে কপালের বাঁ দিকটা সজোরে ঠুকে গেল…. আবার গলায়় চাপটা বাাড়ছে…. ঘাড়টা পিছনের দিকে টান লাগছে…..
সবাই মিলে টানা হ্যাঁচড়া করে বিছানায় নিয়ে মেতে চায়…. আমি বেশ বুঝতে পারলাম এবার আমার মৃত্যু হবে…. শেষ শক্তি দিয়ে হাত-পা ছুঁড়তে চাইলায় সারা শরীর ঝাঁকিয়ে উঠলাম…. দুহাত টেনে ধরে আছে গলার ফাঁস আরোও চেপে ধরে সজোরে সামনের পিলারে ধাক্ক…. বাঁ দিকে ঘাঢ় ঘুরিয়ে নিলাম…. আআআআআআআআআআআআআআআআআহ ….. মাথাটা ঝনঝন করে উঠলো…. পাদুটো কেউ চেপে ধরল….. এ্যহ্….হে…. এ্য….