দেখতে দেখতে দু মাস পেরিয়ে গেল। সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বিতর্ক এখনও চলছেই। সেই আবহে দু মাস আগের মুহূর্তকে ফিরে দেখা। আট নম্বর কিস্তি। লিখেছেন ইন্দ্রাণী রাহা।
ফাজ্ কে অনেকক্ষণ দেখনি…..গেলো কোথায়…. সবাই এবার এক এক করে যেতে শুরু করেছে…..ইস্ আমার ই ভুল….. বিকেলে আমার সাথেই তো গার্ডেনে ছিল.. এদের এই ” লাস্ট মোমেন্ট সেলফি ট্রেন্ড ” কবে থেকে শুরু হল…!! ওহ্ শরীর টা কেমন যেন ঠিক লাগছে না….. কাজর ছেলেটার হাতে ফাজকে দিয়ে তোওওও,
আমি উপরে গেলাম…. এতোক্ষণ হয়ে গেল একবারও দেখিনি ….. এরা কিছু জন থাকবে মনে হচ্ছে, দেখি এদের থাকার ব্যবস্থা করতে হবে….. কিন্তু ফাজ কোথায়….. কিচেনে আছে কাজের ছেলে দুটো, খাচ্ছে মনে হয়….. ওদেরকে রাতে থাকার ব্যবস্থা করতে বলে, জিজ্ঞেস করি ফাজ কোথায়…. স্টাডি রুমে…. ওহঃ ….. আরেহ্হ্ কে এখানে….উপর তলায় এরা কেন…. মুখে মাস্ক লাগানো….. চেনা যাচ্ছে না কাউকে…… এই তো ফাজ এখানে ….. কিন্তু এতো ঝিমিয়ে পড়ল কেন ও !!
আরেঃ, না- নাহ্…. টেলিস্কোপ টা নয়…. ওটাতে কেন হাত দিচ্ছে….. কেএএহ্ ?? ও….. দেখ এটা না প্লিজ….. এটার অপারেটর সিস্টেম অন্য রকমের….. আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি…. আমি বারণ করলাম ওটা হাত দেবে না….. আরে তেড়ে আসে যে….. আবার ধাক্কা দিচ্ছে….
আমি যেখানে থেকেই উঠে আসি না কেন, মুরোদ থাকলে নিজে কিনে নিস….. রাখ তোদের ফ্লিম ইন্ডাস্ট্রি….. লন্ডন এর টপ্ মেল মডেল আমি…..তোরা ভাগ শালা…. আমার ফ্লিম আমি নিজেই প্রোডিউসার….
ফাজ….এতো নয়েজ এর মধ্যেও ফাজ রিআ্যক্ট করল না তো…. ওমনি ঝিম ধরে পড়ে আছে….ড্রেসটা চেঞ্জ করি…. অস্বস্তি লাগছে….
“কাম,ম্যয় বয় কাম”…. ওকে খেতে দিতেছিল তো….হ্যা, ও ই তো এখন ও বাটিতে খাবার আছে….
একটু জানলার কাছে বসি…. হয়তো একটু ভালো লাগবে….মেয়েটা কখন চলে গেল…. বোঝা গেল না….