বেঙ্গল টাইমসের ই ম্যাগাজিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। গত তিন মাসে সত্যজিৎ সংখ্যা, হেমন্ত সংখ্যা, জ্যোতি বসু সংখ্যা ও মহানায়ক সংখ্যা ও লকডাউন নিয়ে দুটি সংখ্যা বেশ সাড়া ফেলেছে। কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে কিশোর সংখ্যারও প্রস্তুতি চলছে।
পাশাপাশি, নানা মহল থেকে আবদার/দাবি আসছে, গল্প ও অণু গল্প নিয়ে একটা বিশেষ সংখ্যা করার। সেই সংখ্যায় শুধু গল্প ও অণু গল্পই থাকবে। গত পাঁচ বছরের বেশি সময় ধরে বেঙ্গল টাইমসে সাহিত্য বেশ গুরুত্ব পায়। আরও গুরুত্ব দেওয়া উচিত, এ নিয়েও কোনও দ্বিমত নেই।
পাঠকদের দাবি মেনে নিয়ে, আগস্টের মাঝাঝাঝি থাকছে বিশেষ গল্প সংখ্যা। অনেকের অভিযোগ, আগাম জানতে পারেন না। ফলে, লেখা পাঠাতে পারেন না। বেশ, এবার প্রায় দশদিন আগে জানিয়ে দেওয়া হল। সঠিক সময়ে বের করার স্বার্থে কতগুলি নিয়ম পাঠকরাও মেনে চললে সুবিধা হয়।
১) দীর্ঘ গল্প নয়। শব্দ সংখ্যা ৮০০ থেকে ১২০০–র মধ্যে রাখার চেষ্টা করুন।
২) অণু গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যা ২০০।
৩) গল্প/অণু গল্প পাঠানোর শেষ তারিখ ৫ আগস্ট।
৪) পিডিএফ নয়, ওয়ার্ড ফাইলে লেখা পাঠান।
৫) লেখা পাঠিয়ে ফোনে যোগাযোগ বা তদ্বির করবেন না। যোগাযোগ নয়, আপনার লেখাই হয়ে উঠুক প্রকাশের মানদণ্ড।
৬) লেখা নির্বাচনের দায়িত্ব বেঙ্গল টাইমস কর্তৃপক্ষের হাতে থাকছে না। মনোনয়ন, সম্পাদনার সঙ্গে যুক্ত থাকবেন সাহিত্য জগতের অভিজ্ঞ মানুষেরা। গল্প, অণু গল্পের ব্যাপারে তাঁরাই সিদ্ধান্ত নেবেন।
৭) লেখা মনোনীত হলে ই–মেল মারফত জানিয়ে দেওয়া হবে।
লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com