গত সপ্তাহে বেঙ্গল টাইমসের বিশেষ সংখ্যা ছিল বিধানচন্দ্র রায়কে নিয়ে। নানা মহলে দারুণ সাড়া পেয়েছে সেই সংখ্যাটি। আপন নিয়মেই ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যাচ্ছে। যাঁরা পড়ছেন, নিজের কাছের মানুষদের শেয়ার করছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে ছোট করা উচিত নয়। কিন্তু কৃতজ্ঞতার ঋণস্বীকার করাটা জরুরি। এভাবেই বেঙ্গল টাইমস ছড়িয়ে পড়ুন দেশ–বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে।
৮ জুলাই জ্যোতি বসু ও সৌরভ গাঙ্গুলির জন্মদিন। দুজনেই নিজের নিজের জগতে কিংবদন্তি। নানা মহল থেকে দাবি এল, এই দুই কিংবদন্তির স্মরণেও একটা সংখ্যা হোক। আগাম প্রস্তুতি ছিল না। কিছুটা তাড়াহুড়োতেই কয়েকটা লেখা সাজিয়ে দেওয়া হল। বেঙ্গল টাইমসে আগে প্রকাশিত দু–তিনটি লেখাও সেইসঙ্গে জুড়ে দেওয়া হল। আরও বড় পরিসরে হয়ত এই দুই কিংবদন্তিকে ধরা যেত। আরও নানা আঙ্গিক থেকে আরও কয়েকটি প্রতিবেদন রাখা যেত। কিন্তু সময় অল্প। তাছাড়া, খুব বেশি লেখায় ভারাক্রান্ত হলে আপলোড–ডাউনলোডের প্রযুক্তিগত সমস্যা তো আছেই। তাই, কোথাও একটা থামতে হয়।
হেমন্ত মুখোপাধ্যায় নিয়ে একটি আকর্ষণীয় লেখা। সেইসঙ্গে ভ্রমণ সংক্রান্ত দুটি লেখাও রাখা হল। দিন পনেরো পর উত্তম সংখ্যা। তার ফাঁকে আরও কোনও একটি পাঁচমিশেলি সংখ্যা নিয়ে হাজির হওয়ার ইচ্ছে রইল।
******
বেঙ্গল টাইমসের বিশেষ সংখ্যাটি পড়তে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.bengaltimes.in/Bengaltimes-JyotiBasuIssue.pdf
https://www.bengaltimes.in/Bengaltimes-JyotiBasuIssue.pdf