বেঙ্গল টাইমস প্রতিবেদন: রাজ্যসভায় বড় চমক দিতে পারে তৃণমূল। এই রাজ্য থেকে হয়ত রাজ্যসভায় যেতে পারেন প্রশান্ত কিশোর। যদিও আপাতত বিষয়টি নিছক জল্পনার স্তরে আছে। তৃণমূলে আলোচনা করে সিদ্ধান্তের রেওয়াজ নেই। নেত্রীর ইচ্ছেই এখানে দলের সিদ্ধান্ত। দলের একটি অংশ মনে করছে, এবার মনোনয়ন দেওয়া হতে পারে প্রশান্ত কিশোরকে।
এবার রাজ্যসভায় পাঁচজনের টার্ম শেষ হচ্ছে। তাঁরা হলেন কেডি সিং, মহম্মদ হাসান ইমরান, যোগেন চৌধুরি, মনীশ গুপ্ত, ঋতব্রত ব্যানার্জি। এর মধ্যে কেডি সিং নিশ্চিতভাবেই আর টিকিট পাচ্ছেন না। ইমরানেরও সম্ভাবনা কম। যোগেন চৌধুরিকে হয়ত বুঝিয়ে সুঝিয়ে এবার অব্যাহতি দেওয়া হতে পারে। ঋতব্রত নির্বাচিত হয়েছিলেন সিপিএমের টিকিটে। এবার তিনি তৃণমূলের টিকিটে ফের যেতেই পারেন। অর্থাৎ, তৃণমূলের দিক থেকে অন্তত দুজন নতুন সদস্য রাজ্যসভায় যাচ্ছেন, ধরে নেওয়াই যায়। তার মধ্যে একটি হয়ত প্রশান্ত কিশোর। ইমরান বাদ গেলে সেই জায়গায় সংখ্যালঘু কোনও মুখ আনা হতে পারে। হতেই পারে সেই নাম মৌসম বেনজির নুর।