বইয়ের বিকল্প হয়ে উঠুক অডিও বুক

রাজেন শীল

বই পড়ার অভ্যেস ক্রমশ কমে আসছে। মানুষের সময় যেমন কমে আসছে, তেমনই ধৈর্যও কমে আসছে। বাংলা সাহিত্য কি তাহলে একটু একটু করে হারিয়ে যাবে?‌ পরের প্রজন্ম কি বই পড়াই ছেড়ে দেবে?‌ লাইব্রেরিগুলো কি তাহলে বন্ধ হয়ে যাবে?‌ প্রকাশনা সংস্থাগুলো কি ক্রমশ ধুঁকতে থাকবে?‌

audio book2

সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তনকে মেনে নিতে হয়। সময়ের সঙ্গে বেশি যুদ্ধ না করাই ভাল। অনেকেই গল্প পড়তে চান, কিন্তু সেই ধৈর্য থাকে না। তাঁরা অডিও বুক পরীক্ষা করে দেখতে পারেন। এফ এমে সান ডে সাসপেন্স বেশ জনপ্রিয় ছিল। মীরের উপস্থাপনায় তা যেন অন্য এক মাত্রা পেত। এফ এমের শ্রোতা মূলত কলকাতার। কিন্তু জেলার শ্রোতাদের সামনে সেই সুযোগটাই ছিল না। এখন কিন্তু আপনি চাইলেই সেগুলো ডাউনলোড করতে পারেন। নিজের স্মার্টফোনে আনলিমিটেড ডেটাকে কাজে লাগিয়ে কয়েকটা ডাউনলোড করে নিন। রাতে শোয়ার সময় ঘর অন্ধকার করে শুনতেই পারেন। রোজ না হোক, সপ্তাহে অন্তত তিন–‌চারটে গল্প শোনার চেষ্টা করুন। এছাড়াও গুগলে একটু সার্চ করলেই অনেক অডিও বুকের হদিশ পেয়ে যাবেন।

পছন্দমতো ডাউনলোড করে নিন। সুনীল, শীর্ষেন্দু, সত্যজিৎ থেকে শুরু করে আরও অনেকের ছোট গল্পই পেয়ে যাবেন। নতুন একটি অ্যাপসও বাজারে আসছে। গুগল প্লে স্টোর্স থেকে ইনস্টল করে নিতে পারেন। রেডিমেড, হাতের কাছেই পেয়ে যাচ্ছেন বাংলা সাহিত্যের সম্ভার। চোখ দিয়ে তো এতদিন দেখেছেন, এবার না হয় কান দিয়েই বাংলা সাহিত্যের সাগরে ডুব দিলেন। অন্তত কয়েকদিন এই অভ্যেসটা আয়ত্ব করেই দেখুন।

(‌এই অডিও বুক কতটা জনপ্রিয় হতে পারে?‌ নতুন প্রজন্ম কি সাহিত্যমুখী হবে?‌ এসব নিয়ে আপনিও মতামত জানাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা—
bengaltimes.in@gmail.com)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.