মহালয়া সংখ্যা ও দীপাবলি সংখ্যা। বেঙ্গল টাইমসের এই দুটি সংখ্যাই দারুণ সাড়া ফেলেছে পাঠকদের মধ্যে।
ই মেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মারফত হাজার হাজার মানুষের কাছে পৌঁছেছে। যাঁদের কাছে পৌঁছেছে, তাঁদের অনেকেই নিজেদের পরিচিতদের শেয়ার করেছেন। সবমিলিয়ে পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে গেছে। ভাল–মন্দ মিলিয়ে নানারকম বার্তা আসছে। আসছে নানা পরামর্শ।
এবার আসছে বিশেষ ভ্রমণ সংখ্যা। এই সংখ্যার সব লেখাই ভ্রমণ কেন্দ্রিক। পাহাড়, সমুদ্র, জঙ্গল, হেরিটেজ সবকিছুই থাকবে। থাকবে বেড়াতে গিয়ে নানা অভিজ্ঞতার কথাও। থাকবে এমন কিছু লেখা যা পর্যটন শিল্পকে ঘিরে নানা বিতর্ক ও পরামর্শ।
অনেক লেখাই চলে এসেছে। সঙ্গে বেঙ্গল টাইমসে প্রকাশিত অতীতের কয়েকটি লেখাও থাকছে। প্রিয় পাঠকরাও চাইলেই লেখা পাঠাতে পারেন। নির্বাচিত হলে এই সংখ্যাতেও প্রকাশিত হতে পারে। প্রতি সংখ্যাতেই ভ্রমণ বিষয়ক কয়েকটি লেখা থাকবে। সেখানেও প্রকাশিত হতে পারে।
দ্রুত লেখা পাঠিয়ে দিন। সঙ্গে ছবিও পাঠাতে পারেন (নিজের ছবি নয়)।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com