বেঙ্গল টাইমস প্রতিবেদন: এবার আরও কাছাকাছি আসছে দিল্লি। ভৌগলিক দূরত্ব একই থাকছে। তবে হাওড়া থেকে দিল্লি যাওয়ার সময় একধাক্কায় কমে যাচ্ছে পাঁচ ঘণ্টা। এখন রাজধানী এক্সপ্রেসে দিল্লি যেতে সময় লাগে ১৭ ঘণ্টা। নতুন ব্যবস্থা চালু হলে এই যাত্রাপথ ১২ ঘণ্টায় নেমে আসবে।
হাওড়া—দিল্লি রুটে এখন রাজধানী এক্সপ্রেস যায় ঘণ্টায় ১৩০ কিমি গতিতে। এই গতি বেড়ে দাঁড়াবে ১৬০ কিমিতে। তবে এর জন্য প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি খরচ হবে। অনেকদিন ধরেই ট্রেনের গতি বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা ভাবছিল রেল। সেই সম্মতি পাওয়া গেল। যত দ্রুত সম্ভব, এই সংস্কারের কাজ শুরু হবে। শুধু দিল্লি—হাওড়া রুটে নয়, আরও কয়েকটি রুটে এই সংস্কার হবে। দিল্লি থেকে মুম্বইয়ের দূরত্বও কমে আসবে। রেলসূত্রের খবর, দশ ঘণ্টায় দিল্লি থেকে মুম্বই পৌঁছনো যাবে।