বেঙ্গল টাইমস প্রতিবেদন: দল রওনা হবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। পাশে বসে রবি শাস্ত্রী। বিরাট কোহলি প্রকাশ্যেই জানিয়ে দিলেন, পরবর্তী কোচ হিসেবে তিনি দেখতে চান রবি শাস্ত্রীকেই।
অধিনায়কের ব্যক্তিগত পছন্দ— অপছন্দ থাকতেই পারে। কিন্তু তা কি প্রকাশ্যে এভাবে জানানো শোভনীয়? তা নিয়ে এর মধ্যেই প্রশ্ন উঠে গেছে ক্রিকেট মহলে।
ইতিমধ্যেই কোচ নির্বাচনের জন্য তিনজনের কমিটি গঠন করেছে বিসিসিআই। সেই কমিটিতে আছেন কপিল দেব, অংশুমান গায়কোয়াড়, শান্তা রঙ্গস্বামী। তিনজনই যথেষ্ট অভিজ্ঞ এবং যোগ্য। প্রথম দুজন আগে ভারতীয় দলে কোচিং করিয়েওছেন।
এই অবস্থায় তাঁদের ওপর অধিনায়কের চাপ তৈরি করা কতটা শোভনীয়? প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তাঁরা যদি প্রয়োজন মনে করেন, নিশ্চয় অধিনায়কের মতামত চাইবেন। তাঁরা বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলবেন। বোর্ডের সঙ্গেও কথা বলবেন। এই কাজটা তাঁদের স্বাধীনভাবেই করতে দেওয়া উচিত। কিন্তু কোহলি আবার প্রকাশ্যেই নিজের মতামত জাহির করে দিলেন। অথচ, এই প্রশ্নটা সহজেই এড়ানো যেত।