বেঙ্গল টাইমস প্রতিবেদন: শোভন চ্যাটার্জিকে ফের কলকাতার মেয়র হওয়ার প্রস্তাব দিলেন পার্থ চ্যাটার্জি। এমনকী, মন্ত্রীসভায় আবার তাঁকে সসম্মানে ফিরিয়ে নেওয়া হবে, এমন আশ্বাসও দেওয়া হল।মঙ্গলবার গভীর রাতে শোভনের বাড়িতে গিয়ে এমন প্রস্তাব দিলেন পার্থ।
এই বৈঠককে ঘিরে এর মধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। সূত্রের দাবি, পার্থ নাকি বলেন, চল, যেখানে ফেলে এসেছিলি, আবার সেখান থেকেই শুরু করবি। অর্থাৎ, ফের মেয়র ও মন্ত্রী পদ ফিরিয়ে দেওয়ার প্রস্তাবই দেওয়া হয়েছে। দলনেত্রীর নির্দেশেই গভীর রাতে পার্থর এই বৈঠক, রাজনৈতিক মহলের এমনই অনুমান।
কিন্তু শোভন কি ফেরার ব্যাপারে সম্মতি জানিয়েছেন ? এখনও পর্যন্ত এমন কোনও খবরল নেই। শোভন নাকি বলেছেন, তোমাদের দেখে করুণা হয়। তোমাদের তো কোনও স্বাধীনতাই নেই। কীভাবে দলের বিভিন্ন নেতার আচরণে তিনি আঘাত পেয়েছেন, তাও সবিস্তারেই জানিয়েছেন শোভন। তিনি যে মূলস্রোতে ফিরছেনই, এমন কোনও প্রতিশ্রুতি এখনই দেননি।
সূত্রের দাবি, দিল্লিতে গিয়ে আগেই বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এসেছেন শোভন ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী। তাঁদের যে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, এমন কথাও আগে টিভি সাক্ষাৎকারে জানিয়েছিলেন বৈশাখী। সূত্রের দাবি, তাঁদের বিজেপিতে যাওয়া ঠেকাতেই স্বয়ং পার্থকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।এর আগেও মুখ্যমন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠ একজনকে পাঠানো হয়। তাতে বরফ বিশেষ গলেনি। তাই এবার পাঠানো হল পার্থকে।
এই বৈঠকের পর ধোঁয়াশা আরও কিছুটা বেড়েছে। তিনি বিজেপিতে যাবেন নাকি মূলস্রোতেই ফিরবেন, তা নিয়ে জল্পনা থেকেই গেল।