২৪ জুলাই থেকে ৩১ জুলাই। বেঙ্গল টাইমসে উত্তম সপ্তাহ। এই আট দিনে মহানায়ক উত্তম কুমারকে ঘিরে নানা আঙ্গিকের প্রতিবেদন প্রকাশিত হবে।
গত তিন বছরেও মহানায়ককে ঘিরে নানা রকম প্রতিবেদন ও স্পেশাল ফিচার বেঙ্গল টাইমসে প্রকাশিত হয়েছে। তাকেঁ নিয়ে বিশেষ ম্যাগাজিনও হয়েছে। তার ভেতর কিছু লেখা আবার ফিরিয়ে আনা হতে পারে।
সেইসঙ্গে থাকছে একঝাঁক নতুন লেখা। নানা দৃষ্টিকোণ থেকে উত্তম কুমারকে ফিরে দেখা। কিছু ঘটনা, কিছু স্মৃতিচারণ। কোথাও কোথাও নানা বিতর্ককেও ছুঁয়ে যাওয়ার চেষ্টা।
রোজ দুটি বা তিনটি করে লেখা প্রকাশিত হবে। পাঠকের জন্যও দরজা খোলা। চাইলে, আপনারাও লিখতে পারেন। তবে গুগল দেখে ‘রচনা লেখা’ নয়। মহানায়কের কোনও একটি বিশেষ দিক উঠে আসুক আপনাদের লেখায়।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com