বন্ধ হয়ে গেল উত্তরের জঙ্গল

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ যাঁরা ডুয়ার্সে যাওয়ার কথা ভাবছেন, আপাতত সেই ভাবনা মুলতুবি রাখতে পারেন। কারণ, তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল উত্তরবঙ্গের বিভিন্ন জাতীয় অরণ্য। এই তালিকায় জলদাপাড়া, বক্সা, মহানন্দা, গরুমারা রয়েছে। জঙ্গল সাফারিও করা যাবে না। এমনকী, জঙ্গলের ভেতর কোনও বাংলোতে থাকাও যাবে না।

dooars5

নিয়মটা অবশ্য নতুন নয়। প্রতি বছরই ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে দেশের বিভিন্ন জাতীয় অরণ্য। উত্তরবঙ্গের এই চার জাতীয় অরণ্যের সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গের সুন্দরবনও। এই সময় বন্যপ্রাণীদের প্রজননের সময়। স্বভাবতই পর্যটকদরে আনাগোনায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাছাড়া, গাছে নতুন নতুন পাতা গজানোর সময়। সাপের উপদ্রবও থাকে। সেই কারণেই পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় এই তিন মাস।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.