বেঙ্গল টাইমস প্রতিবেদন: এবার পুজোয় দেখা যাবে না কাকাবাবুকে। কথা ছিল, পুজোতেই হাজির হবেন কাকাবাবু। ছবির নামও ঠিক হয়ে গিয়েছিল— কাকাবাবুর প্রত্যাবর্তন। কিন্তু আপাতত পরিচালক সৃজিত মুখার্জি ব্যস্ত ‘গুমনামী’ নিয়ে। এখানেও মুখ্য চরিত্রে সেই প্রসেনজিৎ।
কাকাবাবু সিরিজের দুটি ছবি করেছেন সৃজিত। মিশর রহস্য ও ইয়েতি অভিযান। তৃতীয় ছবি হিসেবে বেছে নিয়েছিলেন ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ উপন্যাসটিকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই উপন্যাসটি একসময় আলোড়ন ফেলেছিল পাঠক সমাজে। সেই উপন্যাস নিয়ে ছবি করলেও সিনেমায় নাম রাখা হয়েছিল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। কথা ছিল, কেনিয়ার মাসাইমারা জঙ্গলে এর শুটিং হবে।
কিন্তু কেনিয়া সরকার নাকি জানিয়েছে, মাসাইমারা জঙ্গলে শুটিংয়ের অনুমতি পেতে গেলে কিছু শর্ত মানতে হবে। গাড়ির মধ্যে শুটিং চলতে পারে। কিন্তু গাড়ি থেকে নেমে শুটিং চলবে না। পরিচালকের দাবি, জঙ্গলের মধ্যে অনেকটা পথ হেঁটে যাওয়ার কথা কাকাবাবু ও সন্তুর। ফলে, শুধু গাড়িতে শুটিং করলে সেই গল্পের আসল স্বাদ পাওয়া যাবে না। তাই, বিকল্প কিছু ভাবতে হবে।
বিকল্প কোথায়, আপাতত সেই ভাবনা মুলতুবি রেখে সৃজিত মন দিয়েছেন গুমনামী–র শুটিংয়ে। গুমনামী বাবাই কি নেতাজি? একসময় এই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। সেই বিতর্ককে সেলুলয়েডে উস্কে দিতে চাইছেন সৃজিত। আগের পুজোয় এসেছিল ‘এক যে ছিল রাজা।’ সেখানে ছিল ভাওয়াল সন্ন্যাসীর কথা। এবার আসছে গুমনামী বাবা। নিশ্চিতভাবেই পুজোর আবহে নতুন বিতর্কে মেতে উঠবে বাঙালি। মাঝখান থেকে হারিয়ে যাবেন কাকাবাবু। তিনি হয়ত হাজির হবেন শীতের আবহে।