পুজোর গন্ধ গায়ে মেখেই আসবে বেঙ্গল টাইমসের শারদ সংকলন। প্রতিবারের মতো এবারও। থাকছে প্রায় একশো পাতার ই ম্যাগাজিন। সেখানে থাকবে নানা স্বাদের লেখা।
১) গল্প
২) অণু গল্প
৩) রম্যরচনা
৪) সিনেমা
৫) ভ্রমণ
৬) রাজনীতি
৭) খেলা
৮) স্পেশাল ফিচার
আপনিও লেখা পাঠাতে পারেন। মনোনীত হলে প্রকাশিত হবে। মনোনীত হলে ফোন ও ই মেল মারফত আগাম জানিয়েও দেওয়া হবে। গল্পের ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২০০ শব্দ। অন্যান্য লেখা হাজার শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভাল হয়। লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com