৩ প্রার্থী ঠিক করে ফেলল আর এস পি

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ সরকারিভাবে নাম ঘোষণা হয়নি। বামফ্রন্টের প্রার্থী তালিকা একসঙ্গেই ঘোষণা হবে। তবে, নিজেদের তিন প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলল আর এস পি।
চারটি আসনে লড়াই করত আর এস পি। আলিপুরদুয়ার, বালুরঘাট, বহরমপুর, জয়ন্গর। এর মধ্যে বহরমপুর আসনটি পর পর তিনবার হারতে হয়েছে। জোটের স্বার্থে সেই আসনটি এবার ছাড়তে রাজি হয়েছিল আর এস পি। তাই সেই আসনে এখনই কোনও প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে, বাকি তিন আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত।

rsp symbol
আলিপুরদুয়ার আসনে লড়বেন মিলি ওরাঁও। সেখানকার সাংসদ ছিলেন মনোহর তিরকে। তিনি অসুস্থ। দলকে জানিয়ে দিয়েছেন, এবার আর লড়াই করবেন না। তাঁর মেয়ে মিলিকে প্রার্থী করা হচ্ছে। বালুরঘাট আসনে আগে সাংসদ ছিলেন রনেন বর্মন। ২০০৯ এ কেন্দ্রটি সংরক্ষণমুক্ত হওয়ায় তাঁর জায়গায় প্রশান্ত মজুমদারকে প্রার্থী করা হয়েছিল। তিনি জিতেওছিলেন। কিন্তু এবার ফের রনেন বর্মনকেই প্রার্থী করা হচ্ছে। জয়নগর কেন্দ্র ২০০৯ পর্যন্ত আর এস পি–‌র দখলেই ছিল। এবার সেই কেন্দ্রে প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্করকে প্রার্থী করা হচ্ছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *