বেঙ্গল টাইমস প্রতিবেদন: আর অপেক্ষা নয়। রায়গঞ্জ ও মুর্শিদাবাদের প্রার্থী ঘোষণা করেই দিল সিপিএম। দুই জয়ী সাংসদকেই ফের প্রার্থী করা হয়েছে। গত একমাস ধরেই এই দুই আসন নিয়ে টানাপোড়েন চলছে। কংগ্রেসের দাবি ছিল, এই দুই আসন তাদের ছাড়তে হবে। সিপিএমের পক্ষ থেকে শুরু থেকেই জানানো হয়েছিল, দুই জেতা আসন কোনওভাবেই ছাড়া সম্ভব নয়। তারপরেও কংগ্রেস নিজেদের জেদে অটল থাকে।
শুক্রবার ছিল বামফ্রন্টের বৈঠক। সেখানে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হল, রাযগঞ্জ ও মুর্শিদাবাদ আসন কোনওভাবেই কংগ্রেসকে ছাড়া হবে না। রায়গঞ্জে মহম্মদ সেলিম ও মুর্শিদাবাদে বদরুদ্দোজা খানের নাম ঘোষণা করে দেওয়া হল। বাকি আসনগুলির প্রার্থীতালিকা পরে ঘোষণা হবে। তবে, এখনও আলোচনার দরজা খোলা রাখছেন সিপিএম নেতৃত্ব। তাই, কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দেওয়া হবে না, এমন ঘোষণাও করা হয়েছে। তবে, কংগ্রেস যদি একান্তই রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থী দেয়, সেক্ষেত্রে বামেরাও পাল্টা প্রার্থী দিতে পারে।