বেঙ্গল টাইমস প্রতিবেদন: শোভন চ্যাটার্জি কি বিজেপি তে যোগ দিচ্ছেন? নিছক জল্পনা নয়, জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। দুই শিবিরের মধ্যে যে নানাস্তরে কথাবার্তা চলছে, তা আর গোপন নেই। এরই মাঝে, আরও ভাঙন ধরাতে উদ্যোগী বিজেপি। এবার টার্গেট বিধান নগরের মেয়র সব্যসাচী দত্ত।
এমনিতেই সব্যসাচী মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দলের সঙ্গে দূরত্বও কিছুটা বাড়ছে। এবার তাঁকে যে আর মেয়র করা হবে না, সেই দেওয়াল লিখনটা সব্যসাচীর কাছেও স্পষ্ট। হয়ত লোকসভা ভোটের পরই সরিয়ে দেওয়া হতে পারে। তাই অন্য শিবিরে নাম লেখানো ছাড়া তেমন উপায়ও নেই।
জল্পনা আরও বাড়ল তাঁর বাড়িতে হঠাৎ মুকুল রায়ের হাজির হওয়ায়। সন্ধেয় মুকুল হঠাৎ হাজির সব্যসাচীর সল্টলেকের বাড়িতে। গোপন সাক্ষাৎ নয়, মিডিয়ার কাছে আগাম খবর ছিল। অর্থাৎ, ইচ্ছে করেই জল্পনা বাড়িয়েছেন মুকুল। যদিও বৈঠক সেরে তাঁর দাবি, রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। তিনি নাকি নিছক লুচি–আলুর দম খেতে সব্যসাচীর বাড়িতে গিয়েছিলেন।
শুধুই আলুর দম–লুচি খেতে হলে সন্ধে বেলায় এত ঢাক পিটিয়ে যাওয়ার দরকার ছিল না। মুকুল বা সব্যসাচী যে দাবিই করে থাকুন, বিষয়টি আপাদমস্তক রাজনৈতিক। সূত্রের খবর, বারাসত লোকসভা আসনে সব্যসাচীকে প্রার্থী করতে চায় বিজেপি। সব্যসাচী রাজি থাকলে তাঁকেই কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে প্রার্থী করা হবে।