বেঙ্গল টাইমস প্রতিবেদন: আই লিগ খেতাবের সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। ১৫ বছর পর আই লিগের ট্রফি ঢুকবে লাল হলুদ তাঁবুতে? আপাতত সেদিকেই তাকিয়ে বাংলা।
তিন বছর আগে মোহনবাগানের ঘরে ট্রফি এসেছিল। সেবারও চোদ্দ বছরের খরা কাটিয়ে ট্রফি ঘরে তুলেছিল সবুজ মেরুন। এবার ইস্টবেঙ্গলের সামনে ১৫ বছরের খরা কাটানোর সুযোগ। তবে শুধু নিজেদের ওপর নির্ভর করছে না। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।
প্রথম শর্ত, কোঝিকোড়ের মাটিতে গোকুলমকে হারাতে হবে। তারপর চেন্নাইকে হারতে হবে মিনার্ভার কাছে। দুটি ম্যাচই একই সময়ে। চেন্নাইয়ের সামনে রয়েছে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। অন্যদিকে, ইস্টবেঙ্গলের সামনে ১৫ বছর পর হারানো গৌরব ফিরে পাওয়ার হাতছানি।