বেঙ্গল টাইমস প্রতিবেদন: বামেদের ব্রিগে সমাবেশ বক্তা তালিকায় নতুন সংযোজন— দেবলীনা হেমব্রম। বাম শরিক দলের সর্বভারতীয় সম্পাদকরা ভাষণ দেবেন। সিপিআই(এমএল) এর দীপঙ্কর ভট্টাচার্য থাকছেন। সিপিএমের বক্তাদের মধ্যে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম এবারও থাকছেন। তবে নতুন সংযোজন দেবলীনা।
প্রতিবার ব্রিগেডে কোনও না কোনও মহিলা নেত্রীকে দেখা যায়। কোনওবার বৃন্দা কারাত, কোনওবার শ্যামলী গুপ্ত। এবার দেবলীনাকে অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বড় চমক। দেবলীনা অনেকদিন ধরেই রাজ্য কমিটির সদস্য। প্রাক্তন মন্ত্রী। বেশ লড়াকু নেত্রী হিসেবে পরিচিত মুখ। একইসঙ্গে আদিবাসী, জঙ্গল মহলের প্রতিনিধি। বাংলা, আদিবাসী মিশিয়েই হয়ত বলবেন।
বিভিন্ন জেলা থেকে অনেক আদিবাসী কর্মী–সমর্থক আসবেন। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। দেবলীনার জ্বালাময়ী ভাষণ নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে।