ভুবন সোম
না, এটা আমার নাম নয়। কিন্তু কেন জানি না, নামটা বেশ প্রিয়। তাই এই ভুবন সোম ছদ্মনামে কত লেখা যে লিখেছি! আজ সেই নাম কতজনের স্মৃতিচারণে উঠে আসছে।
মৃণাল সেন কী কী ছবি বানিয়েছেন, কেমন পরিচালক ছিলেন, কে তাঁকে কতদিন ধরে চিনতেন, এমন কত কথা উঠে আসছে চ্যানেলের প্রতিক্রিয়ায়। ভবানীপুরের বাড়িতে একে একে ভীড় করছেন তারকারা।
মৃণাল সেনের সব ছবি দেখিনি। কেউ কেউ কোনও ছবি না দেখেও দিব্যি ট্যুইট করছেন। তবে অন্তত অর্ধেক তো দেখেছি। আমার প্রিয় ছবি কোনটা? নীল আকাশের নিচে। ছবিটা নানা বয়সে বেশ কয়েকবার দেখেছি। কলকাতার এক চীনা ফেরিওয়ালার গল্প। কীভাবে সে একটু একটু করে এই শহরটাকে ভালবেসে ফেলছে। ছবিটির প্রযোজনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এখানেই রয়েছে সেই স্মরণীয় গান— ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে।
এই ছবিটা মৃণাল সেনের দ্বিতীয় ছবি। কাহিনী মহাদেবী বর্মার। হিন্দিভাষী এই মহিলা কবির কাহিনীকে বেছে নিয়েছিলেন জীবনের দ্বিতীয় ছবিতেই। তখন কতই বা বয়স। সেই বয়সে একজন চিনা ফেরিওয়ালাকে কেন্দ্র করে বাংলা ছবি! ভাবতে গেলেও সাহস লাগে বইকি! ছবিটা কি দারুণভাবে সমাদৃত হয়েছিল। মোটেই না। ছবিটা একটা কারণে মাইলস্টোন হয়ে আছে। স্বাধীন ভারতে এটাই প্রথম নিষিদ্ধ ছবি। সে দিক থেকে দেখতে গেলে, মৃণাল সেনই ভারতের প্রথম নিষিদ্ধ পরিচালক।
ছবিটা চাইলেই ইউটিউবে দেখা যায়। কী অসাধারণ একটা ছবি! এমন নিরীহ একটা ছবিও নিষিদ্ধ হতে পারে! যদিও সরকার বাহাদুর সম্ভবত নিজেদের ভুল বুঝতে পেরেছিল। তাই দু মাস পর সেই নিষেধাজ্ঞা উঠে যায়।