বেঙ্গল টাইমস প্রতিবেদন: টয় ট্রেনে চড়ার জন্য দার্জিলিং যাওয়ার দরকার নেই। চাইলে, শিলিগুড়ি থেকেও এই টয় ট্রেনের স্বাদ নিতে পারেন। এবং, একইসঙ্গে ইভিনিং সাফারি। পাহাড়ি রাস্তা আর হালকা জঙ্গল ভেদ করে কু ঝিকঝিক করে ছুটে চলেছে খেলনা রেলগাড়ি। দুপুর নাগাদ গিয়ে আবার সন্ধে নাগাদ ফিরে আসবে সেই শিলিগুড়িতেই।
আপাতত শিলিগুড়ি জংশন থেকে রংটং। এটাই রাখা হয়েছে ইভিনিং সাফারির রুট। পরে, পর্যটকদের মধ্যে ভাল সাড়া পেলে এটিকে তিনধারিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।
শিলিগুড়ি জংশন থেকে ট্রেনটি ছাড়বে দুপুর তিনটে নাগাদ। রংটংয়ে পৌঁছে কিছুক্ষণ বিরতি। তারপর সেখান থেকে যখন ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশে ফিরে আসবে, তখন সন্ধে নেমে যাবে। সন্ধের সময় জঙ্গলের বুক চিরে ছুটবে টয় ট্রেন।
আপাতত ট্রেনটিতে থাকছে দুটি কামরা। একটি প্রথম শ্রেণির কামরা, একটি ডাইনিং কামরা। প্রথম শ্রেণির কামরায় আসন থাকছে ১৭ টি। ভাড়া ১ হাজার টাকা। ডাইনিং কোচটিতে রয়েছে ১২ টি আসন। ভাড়া ১২০০ টাকা।