বেঙ্গল টাইমস প্রতিবেদন: ইস্টবেঙ্গলকে নিয়ে এবার তথ্যচিত্র বানাবেন গৌতম ঘোষ। ২০২০ তেই লাল হলুদের শতবর্ষ। এক বছর আগে থেকেই নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে শতবর্ষকে স্মরণীয় করে রাখার ভাবনা ইস্টবেঙ্গল শিবিরে। প্রাথমিকভাবে অনেককিছুই আলোচনায় আছে। আরও নানা প্রস্তাব আসবে। তবে, তথ্যচিত্রের বিষয়টি ইতিমধ্যেই চূড়ান্ত।
গৌতম ঘোষ নিজেও আগ্রহী ছিলেন এমন একটি বিষয় নিয়ে তথ্যচিত্র বানাতে। ক্লাব কর্তারাও চাইছেন, কোনও বিশিষ্ট পরিচালককে দিয়েই কাজটি করাতে। ক্লাবের সঙ্গে তথ্যচিরের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে পরিচালকের। ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস যেমন থাকছে, তেমনি বিভিন্ন দশকে ইস্টবেঙ্গলের সাফল্যের কথাও উঠে আসবে। আসবে পঞ্চপাণ্ডব–সহ কিংবদন্তীদের কথা। লাল হলুদের জীবিত কিংবদন্তীদের সাক্ষাৎকারও তুলে ধরা হবে তথ্যচিত্রে।