এ যেন খাদের কিনার থেকে ফিরে আসা। এভাবেও ফিরে আসা যায়। বিশ্বকাপের শেষ ষোলয় আর্জেন্টিনা। গ্রুপ লিগের শেষ ম্যাচে ২–১ গোলে হারিয়ে দিল নাইজেরিয়াকে।
এই ম্যাচে জিততেই হত মেসি বাহিনীকে। হারলে, এমনকী ড্র করলেই বিদায় নিশ্চিত ছিল। এমনকী জিতলেই পরের রাউন্ডে যাবে, এমন নিশ্চয়তাও ছিল না। তাকিয়ে থাকতে হত ক্রোয়েশিয়া–আইসল্যান্ড ম্যাচের দিকে। সেই ম্যাচের ফলাফলও যেন আর্জেন্টিনার অনুকূলে। ক্রোয়েশিয়া জিতল ২–১ গোলে।
৯ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় দল হিসেবে নক আউটে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট পেয়ে নাইজেরিয়া তিন নম্বরে। আইসল্যান্ডের পয়েন্ট ১।