বেঙ্গল টাইমসের সাহিত্য বিভাগকে আরও সমৃদ্ধ করা হচ্ছে। নিয়মিত গল্প/অণু গল্প প্রকাশিত হবে। কিছু লেখা আমন্ত্রিত। পাশাপাশি, আপনারাও লিখতে পারেন।
১) পিডিএফ নয়, ওয়ার্ড ফাইলে লেখা পাঠান।
২) লেখার সঙ্গে নাম, ঠিকানা, ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ করবেন।
৩) লেখা মনোনীত হলে জানিয়ে দেওয়া হবে।
৪) কবে প্রকাশিত হবে, তাও জানিয়ে দেওয়া হবে।
৫) সম্ভব হলে লেখার লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। আপনারা ইচ্ছে মতো শেয়ার করতে পারেন।
৬) লেখাই লেখকের পরিচয়। আলাদা করে তদ্বির করার প্রয়োজন নেই।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com