সৌম্যজিৎ চৌধুরি
মাল্টিপ্লেক্সে নতুন ফরমান। প্রাইম টাইমে বাংলা ছবি চালাতে হবে। একজন সিনেমাপ্রেমী হিসেবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এরকম একটা সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। বাঙালি বাংলা ভুলতে ভুলতে নিজরাজ্যেই পরবাসী হয়ে পড়েছে। সিনেমা হলগুলোর দিকে তাকালেই তা বোঝা যায়। অধিকাংশ হলেই চলছে হিন্দি ছবি। সেই হিন্দি ছবি যে দারুণ মানের, তাও নয়। অধিকাংশই রদ্দি ছবি। বুদ্ধির তেমন ছাপ নেই। সেই তুলনায় বাংলা ছবিগুলো ঢের ভাল। এখনও বছরে অন্তত তিরিশখানা ভাল বাংলা ছবি তো বেরোচ্ছে। কিন্তু অধিকাংশ মাল্টিপ্লেক্সের মালিক অবাঙালি। তাঁরা বোধ হয় বাংলা ছবিকে কিছুটা অবজ্ঞার চোখেই দেখেন। তাই ভাল বাংলা ছবি তাঁদের হলে জায়গা পায় না। পেলেও কয়েকদিন যেতে না যেতেই সেগুলো হল থেকে উধাও হয়ে যায়।
হয়ত বলবেন, দর্শক নেই। বাংলা ছবির প্রতি একটা উন্নসিক ভাব তো আমবাঙালির রয়েছেই। কিন্তু তাকে ঠিকঠাক প্রচার করাও হয় না। অধিকাংশ মাল্টিপ্লেক্সের বাইরে বাংলা ছবির পোস্টারও দেখা যায় না। হলে ছবিটা চলছে, কিন্তু বাইরে পোস্টার নেই। অথচ, হিন্দি ছবির পোস্টার ঠিক লাগিয়ে দিয়েছেন। আমাদের অতিরিক্ত উদারতার জন্যই এমনটা হয়েছে। অনেক আগেই এই ব্যাপারে কড়া আইন আনা উচিত ছিল। অনেক রাজ্যেই সেই রাজ্যের সিনেমা চালানো বাধ্যতামূলক। আমাদের রাজ্যেও এটা খুবই প্রয়োজন ছিল। ভালোয় ভালোয় যখন বুঝছে না, তখন আইন করেই বোঝাতে হবে।