নির্বাচকদের মাইনে বছরে এক কোটি!‌

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ অঢেল টাকা থাকলে যা হয়!‌ যত্রতত্র তা ওড়ানো যায়। অনেককে দাক্ষিণ্য দিয়ে তুষ্ট রাখা যায়।
বিধায়ক–‌সাংসদদের মাইনে নিয়ে আমরা এত হইচই করি। কিন্তু ভারতীয় ক্রিকেটে নির্বাচকদের মাইনে কত, জানেন!‌ শুনলে অবাক হয়ে যাবেন। নির্বাচন কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদ এতদিন পেতেন আশি লাখ টাকা। এবার তা বেড়ে হচ্ছে এক কোটি টাকা।
বাকি দুই নির্বাচক দেবাং গান্ধী ও শরণদীপ সিং পেতেন ষাট লাখ করে। এবার সেটা বেড়ে হচ্ছে ৯০ লাখ।
জুনিয়র জাতীয় নির্বাচকরা পাবেন ষাট লাখ, চেয়ারম্যান ৬৫ লাখ। মহিলা নির্বাচকদের মাইনে ৩০ লাখ, চেয়ারম্যান ৩৫ লাখ।

bcci logo3
এছাড়াও খেলা দেখার জন্য দেশের ও বিদেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের সমস্ত খরচ। থাকা–‌খাওয়ার এলাহি ব্যবস্থা।
একদিকে অন্যান্য খেলা টাকার অভাবে ধুঁকছে। ন্যূনতম পরিকাঠামো টুকু তৈরি হয়নি, অন্যদিকে জাতীয় নির্বাচকরা বছরে এক কোটি করে মাইনে পাচ্ছেন। অবসরের পর সারা জীবনের লোভনীয় পেনশন তো আছেই। অথচ, এই তিন জনের মিলিত টেস্ট সংখ্যা কত?‌ চেয়ারম্যান এমএসকে প্রসাদ টেস্ট খেলেছেন ৬ টি। দেবাং খেলেছেন ৪ টি। আর শরণদীপ খেলেছেন ৩ টি। অর্থাৎ, তিনজন নির্বাচক মিলে টেস্ট খেলেছেন ১৩ টি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.