শরতের নতুন শ্রীকান্ত এবার ঋত্বিক

সংহিতা বারুই

ছবির পর্দায় আবার শ্রীকান্ত। এমন এক চরিত্র যা বছরের পর বছর বাঙালিকে ভাবিয়ে তোলে। কখনও সে হারিয়ে যায় দেশ–‌দেশান্তরে। আবার কখনও সে বাঁধা পড়ে প্রেমের হাতছানিতে।

ritwik chakraborty5
এমন এক কাহিনী নানা সময়েই পরিচালকদের হাতছানি দিয়েছে। সেই হাতছানি এড়াতে পারেননি স্বয়ং উত্তম কুমারও। ‘‌রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ আজও অনেকের মুখে মুখে ফেরে।
ফের আসছে একই নামের ছবি। তবে এই শ্রীকান্ত একটু অন্যরকম। শরৎবাবুর কাহিনীর ওপর এই সময়ের প্রভাব পড়েছে। উঠে আসবে চোরা কারবার, নারী পাচার, উদ্বাস্তু সমস্যা। এবার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। আর শ্রীকান্তর ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। আউটডোর লোকেশনের জন্য বেছে নেওয়া হয়েছিল সুন্দরবন এলাকাকে। ফলে, এই ছবিতে যেমন ক্লাসিক সাহিত্যের ছোঁয়া থাকবে, তেমনই সুন্দরবনও উকি মারবে নিজস্ব চেহারায়। এপার বাংলা, ওপার বাংলা মিলিয়েই বেছে নেওয়া হয়েছে বিভিন্ন অভিনেতা–‌অভিনেত্রীদের। এপার বাংলার রাহুল বা অপরাজিতা যেমন আছেন, তেমনই আছেন ওপার বাংলার জ্যোতিকা, জেসায়ন।
সবমিলিয়ে কেমন দাঁড়াল ছবিটা?‌ পুজোর পরই মুক্তি পাওয়ার কথা। তখনই বোঝা যাবে। ‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *