বেঙ্গল টাইমস প্রতিবেদন: এখন তাঁরা আর শুধু পরিচালক নন, একইসঙ্গে প্রযোজক। শিবপ্রসাদ মুখোপাধ্যায়–নন্দিতা রায়। এই জুটি নতুন করে হলে টেনে আনছে বাঙালি দর্শককে।
প্রত্যাশা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছে, এই জুটির নাম শুনেই টিকিট কেটে ফেলা যায়। প্রত্যাশা কানায় কানায় পূর্ণ না হোক, অন্তত হতাশ হয়ে হল থেকে বেরোতে হবে না।
পুজোর আগে তাঁদের নতুন চমক মনোজদের অদ্ভুত বাড়ি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী নিয়ে নয়ের দশকের গোড়ায় খুব জনপ্রিয় সিরিয়াল হয়েছিল। প্রজাপতি বিস্কুটের পর এই ছবির পরিচালনায় অনিন্দ্য চট্টোপাধ্যায়। চন্দ্রবিন্দু–খ্যাত অনিন্দ্যর এটি তৃতীয় ছবি। এর আগে ওপেন টি বায়োস্কোপ ও প্রজাপতি বিস্কুটে নজর কেড়েছিলেন।
নতুন ছবিতে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, আবির চ্যাটার্জি, রজতাভ দত্ত, শিলাজিৎ। মুক্তি পাচ্ছে পুজোর ঠিক আগেই। তারিখও ঠিক হয়ে গেছে— ১২ অক্টোবর।
বড়দিনে শিবু–নন্দিতার চমক রসগোল্লা। এক্ষেত্রে পরিচালক পাভেল। রসগোল্লার আবিস্কার ও তাকে নিয়ে নানা বিতর্ক। এই নিয়ে কিছুটা গবেষণাধর্মী ছবি। এই ছবিরও মুক্তির তারিখ ঠিক হয়েই আছে— ২১ ডিসেমবর।
আর শিবু–নন্দিতার নিজেদের ছবি? কণ্ঠ। এই ছবির মুক্তির তারিখও ঠিক হয়ে আছে— ১৮ জানুয়ারি।