জমজমাট সাহিত্য বিভাগ

বেঙ্গল টাইমসের সাহিত্য বিভাগকে আরও ঢেলে সাজানো হচ্ছে। কবিতা, অণু গল্প, ছোট গল্প, স্মৃতিচারণ, রম্যরচনা— এসব আগেও থাকত। তবে কিছুটা অনিয়মিত। বলা যায়, বিরাট কিছু গুরুত্ব পেত না।
কিন্তু এবার থেকে এই বিভাগকে আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু আমন্ত্রিত লেখা যেমন থাকবে, তেমনি পাঠকের জন্যও দরজা খোলা। তাঁদের সামনেও থাকছে লেখক হয়ে ওঠার সুযোগ। চাইলে, আপনারাও লেখা পাঠাতে পারেন।

sahitya

তবে কয়েকটি বিষয় মেনে চললে ভাল হয়।

১)‌ বেঙ্গল টাইমসে প্রকাশিত লেখা অন্য কোনও পোর্টালে পাঠাবেন না।
২)‌ লেখা মনোনীত হলে জানিয়ে দেওয়া হবে।
৩)‌ লেখা প্রকাশিত হওয়ার পর ই মেল ও হোয়াটসঅ্যাপ মারফত লেখার লিঙ্কও পাঠিয়ে দেওয়া হবে।
৪)‌ এক মাসের মধ্যে প্রকাশিত না হলে মনোনীত হয়নি ধরে নিতে হবে।
৫)‌ লেখা পাঠানোর পর বারবার তদ্বির না করলেই ভাল হয়। মনোনীত হলে, নিজে থেকেই প্রকাশিত হবে।
৬)‌ পিডিএফে লেখা পাঠাবেন না। অভ্র বা অন্য কোনও ইউনিকোড–‌এ লেখা পাঠান। ওয়ার্ড ফাইলটিই পাঠিয়ে দিন।
৭)‌ হাতে লেখা ছবি তুলে বা স্ক্যান করে পাঠাবেন না।

আপাতত এটুকুই। নিশ্চিন্তে লেখা পাঠিয়ে যান।

লেখা পাঠানোর ঠিকানা

bengaltimes.in@gmail.com ‌‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *