মোদির সভা, সফল করার দায়িত্ব যেন তৃণমূলের

রজত সেনগুপ্ত

মেদিনীপুরে নরেন্দ্র মোদির সভা। এমনিতেই এখন বিশ্বকাপ চলছে। কাগজে তেমন জায়গা নেই। চ্যানেলেও বিরাট আলোড়ন উঠবে না। কিন্তু এই জনসভা সফল করার দায়িত্ব যেন তৃণমূল নিয়ে ফেলেছে।

বিজেপি তাদের মতো করে প্রচার করবে, হোর্ডিং টাঙাবে, সোশাল মিডিয়ায় প্রচার করবে, সেটা স্বাভাবিক। তাতে তেমন ঝড় তোলা মুশকিল। কারণ, চার বছর আগের মোদি আর এই মোদির অনেক তফাত। এখন তাঁর জনপ্রিয়তার গ্রাফ অনেকটাই নিচের দিকে। একমাত্র বিজেপি মনষ্ক লোক ছাড়া কারও তেমন প্রত্যাশাও নেই। খোদ বিজেপি–‌র লোকেরা এখন আর ততটা মন্ত্রমুগ্ধের মতো মোদির কথা শোনেন না। স্টান্টবাজি ও সস্তা চমকগুলো তাদের কাছেও পরিষ্কার।

modi5

তৃণমূলের কাছে সেরা উপায় হতে পারত, এই জনসভাকে বিশেষ গুরুত্ব না দেওয়া। কিন্তু নেতাদের মনে হল, সব জায়গায় মমতার ছবি টাঙাতে হবে। কয়েকদিন আগে বীরভূমে এসেছিলেন অমিত শাহ। অনুব্রতকে কিছু একটা চমক দেখাতে হত। তিনি মুখ্যমন্ত্রীর ছবিতে গোটা রাস্তা কার্যত মুড়ে দিলেন। নেত্রীও কোনও বাধা দিলেন না। ছবি টাঙানোয় তাঁর উৎসাহ কেমন, সেটা এতদিনে বাচ্চা ছেলেও জেনে গেছে। এবার মেদিনীপুরয যথারীতি এবারও নেত্রীর ছবি ও হোর্ডিং দিয়ে রাস্তা মুড়ে ফেলার সিদ্ধান্ত। এবারও নেত্রীর দিক থেকে কোনও আপত্তি এল না। তিনিও মোদির সঙ্গে ছবির প্রতিযোগিতায় নামলেন।

যে সভাটা এমনিতেই ফ্লপ হতে পারত, তাকে অহেতুক অক্সিজেন দিতে গেলেন। এত ভাল বন্ধু বিজেপি কোথায় পাবে?‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.