সঞ্জয় পাত্র
ভেবেছিলাম, এবার নতুন কোনও চ্যাম্পিয়ন দেখব। ইউরোপ বা লাতিন আমেরিকার বাইরে অন্য কোনও দলের হয়ে গলা ফাটাব। মনে মনে খুব চেয়েছিলাম, আফ্রিকার কোনও দেশ এবার চ্যাম্পিয়ন হোক। নাইজেরিয়া যখন আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল, মনে মনে চেয়েছিলাম, এই গ্রুপ থেকে নাইজেরিয়াই নক আউটে উঠুক। একটুর জন্য হল না। আর্জেন্টিনা একেবারে শেষমুহূর্তে জিতে গেল। টিউনিশিয়া, মরক্কো, সেনেগাল, মিশর তেমন কিছু করে উঠতে পারল না। আফ্রিকার কোনও দলই পরের রাউন্ডে উঠতে পারল না।

আফ্রিকা বিদায় নিতেই ঘোড়া বদলেছিলাম। চেয়েছিলাম, এশিয়ার কোনও দল অন্তত এগিয়ে যাক। এক্ষেত্রে জাপান ছাড়া আর কেউই পরের রাউন্ডে ওঠার ছাড়পত্র পায়নি। কী আর করা যাবে, জাপানিদের জন্যই রাত জাগলাম। ২ গোলে এগিয়ে থাকার পরেও বেলজিয়ামের কাছে হেরে গেল। এই হারটা সত্যিই খুব যন্ত্রণা দিয়ে গেল। আমার আফ্রিকা রইল না। আমার এশিয়াও রইল না। সেই ইউরোপ আর লাতিন আমেরিকাতেই বিশ্বকাপটা আটকে রইল।
তবু চাইব, নতুন কোনও শক্তি উঠে আসুক। ব্রাজিল অনেকবার জিতেছে। ফ্রান্স, উরুগুয়েও জিতেছে। এবার নতুন চ্যাম্পিয়ন দেখতে চাই।
