ডুয়ার্সের মন্ত্রী দানিশ লাকরা। অনেকদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। সাহস হয়নি বিধান রায়কে বলার। কলকাতার নামী দু একজন ডাক্তারকে দেখালেন। লাভ হল না।
কথাটা বিধান রায়ের কানে গেল। জানতে চাইলেন, কী সমস্যা। দানিশ নিজের সমস্যার কথা বললেন। কিন্তু আসল কথাটাই চেপে গেলেন। আর সেটাই ধরে ফেললেন বিধান রায়।
বললেন, ‘তোমরা গ্রামে হাঁড়িয়া মদ খাও। কিন্তু এখানে সেটা পাচ্ছো না। বিলিতি মদ তোমার পেটে সহ্য হচ্ছে না। সেই কারণেই তোমার সমস্যা।’ দানিশ লাকরা কিছুটা যেন লজ্জা পেলেন। বিধানবাবু বললেন, তোমাকে মদ ছাড়তে বলছি না। যখন কলকাতায় আসবে, দয়া করে বিলিতি মদ খেয়ো না। পারলে হাঁড়িয়া সঙ্গে নিয়ে এসো। নইলে এখানে কোথাও হাঁড়িয়ার ব্যবস্থা করো।
বলাই বাহুল্য, দানিশ লাকরার আর কোনও সমস্যা ছিল না।