বেঙ্গল টাইমস প্রতিবেদন: এই প্রথম কোনও বাঙালি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হতে পারেন। অন্তত সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজ্যসভায় এই মুহূর্তে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। এনডিএ শরিকদের ধরলেও সংখ্যায় কম পড়ে যাচ্ছে। ফলে, ডেপুটি চেয়ারম্যানের পদ ঘিরে বিরোধী শিবিরে ঐক্য তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিরোধীদের মধ্যে সবথেকে বড় দল কংগ্রেস। কিন্তু কংগ্রেস থেকে প্রার্থী হলে অনেকেই বেঁকে বসতে পারেন। দ্বিতীয় বৃহত্তম দল তৃণমূল। তাঁদের পক্ষ থেকে প্রার্থী হলে অন্যান্য শরিকরা সায় দিতে পারে। সুখেন্দুশেখর রায়ের নাম শোনা যাচ্ছে। তৃণমূল তাঁকে প্রার্থী করলে কংগ্রেসও সমর্থন দিতেই পারে। সেক্ষেত্রে শরিকদের সাহায্যে জিতে আসা খুব একটা কঠিন হবে না।