বেঙ্গল টাইমস প্রতিবেদন: শঙ্করের ‘চৌরঙ্গী’ নিয়ে ছবি করছেন সৃজিত। এই খবরটা সিনেমাপ্রেমীদের অজানা নয়। বেশ ঢাকঢোল পিটিয়েই ঘোষণা হয়েছিল, স্যাটা বোসের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ। এই শীতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু এর মধ্যেই অনেক কিছু বদলে গেছে। প্রসেনজিৎ জানিয়েছেন, তিনি স্যাটা বোসের চরিত্র করতে রাজি নন। সেই অনিচ্ছার কথা সৃজিতকে জানিয়েও দিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, উত্তম কুমার যে বয়সে স্যাটা বোস করেছিলেন, তিনি সেই বয়স অনেক আগে পেরিয়ে এসেছেন। এই বয়সে এসে আর স্যাটা বোস করা উচিত হবে না।
কিন্তু প্রসেনজিতের এই অনিচ্ছাকে খোলা মনে নিতে পারেননি সৃজিত। একটা ভুল বোঝাবুঝিও তৈরি হয়। সৃজিত ভাবেন, অন্য কোনও পরিচালক হয়ত প্রসেনজিতের কান ভাঙিয়েছেন। সেই কারণেই প্রসেনজিৎ হয়ত এড়িয়ে যেতে চাইছেন। তাহলে কে হতে পারেন স্যাটা বোস? শোনা যায়, প্রসেনজিৎ নিজে নাকি যিশুর নাম প্রস্তাব করেন। যিশুকে প্রস্তাব দেওয়াও হয়। কিন্তু এই মুহূর্তে যিশু অসুস্থ। তাঁর একটি অপারেশন করতে হবে। তাছাড়া, অন্যান্য কয়েকটা কাজের ব্যাপারে আগাম কথা দেওয়া আছে। তাই যিশুও এই মুহূর্তে স্যাটা বোস করতে আগ্রহী নন। প্রস্তাব গেছে আবিরের কাছে।
এরকম নানা জটিলতা চলছে চৌরঙ্গীকে ঘিরে। ভুল বোঝাবুঝি থেকে মান অভিমান। তৈরি হচ্ছে সম্পর্কের নানা চোরাস্রোত। দেখা যাক, চিত্রনাট্য কোনদিকে বাঁক নেয়!