বন্ধ হয়ে যাচ্ছে জঙ্গল

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌

যাঁরা জঙ্গল ভ্রমণের কথা ভাবছেন, তাঁদের হাতে সময় আর মাত্র চারদিন। ১৬ জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে সব জাতীয় উদ্যান।
ডুযার্সের জলদাপাড়া, বক্সা, গরুমারা, মহানন্দাসহ যেসব জাতীয় উদ্যান আছে, তা আগামী তিন মাস বন্ধ থাকবে। প্রতি বছরেই ১৬ জুন থেকে তিন মাস জঙ্গল বন্ধ থাকে। ফের জঙ্গল খুলবে ১৬ সেপ্টেম্বর। মূলত বন্য জন্তুদের প্রজননের সময়। এই সময় পর্যটকরা ঢুকলে জন্তু জানোয়াররা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাছাড়া, বর্ষার সময় সাপের উৎপাতও বেড়ে যায়। সেদিক থেকেও এই সময়টা নিরাপদ নয়।

dooars5
এই সময় কোনও জঙ্গল সাফারি বা হাতি সাফারি করা যাবে না। পর্যটন সংস্থাগুলির তরফে কিছুটা শিথিল করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু বনদপ্তর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই এই সময় সাফারির ছাড়পত্র দেওয়া যাবে না। তবে মূল রাস্তার ওপর দিয়ে যেতে সমস্যা নেই। কোনও কোনও ওয়াচ টাওয়ারে ছাড় দেওয়া আছে।
যদিও গরমের সময় এমনিতেই ডুয়ার্সে পর্যটকদের তেমন ভিড় থাকে না। তবু বর্ষায় ডুয়ার্সের একটা আলাদা সৌন্দর্য আছে। অনেকেই চান বর্ষার সময়ে ডুয়ার্সে আসতে। আপাতত গ্রিন বেঞ্চের রায়ে বিভিন্ন সরকারি বাংলোয় বুকিংও বন্ধ আছে।তবু সাফারি করতে চাইলে, আপাতত তিন মাস অপেক্ষা ছাড়া উপায় নেই।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *