বিশ্বকাপ যতটা রোনাল্ডো–‌মেসিদের, ততটাই আপনারও

‌জুন এসে গেছে। বিশ্বকাপের পদধ্বনি শুরুও হয়ে গেছে। কাগজে, চ্যানেলে বিশ্বকাপ নিয়ে নানা আলোচনা। কোন দল কতটা এগিয়ে?‌ কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা?‌ কে তারকা হয়ে উঠবেন?‌ এসব নানা আলোচনা চলবেই।

wc2
বেঙ্গল টাইমসের বিশ্বকাপ অভিযান একটু অন্যরকম। এখানে বিশ্বকাপের পাশাপাশি বাঙালি আবেগ ও নস্টালজিয়াও উঠে আসবে। রোজই থাকবে নানা আকর্ষণীয় প্রতিবেদন।
এবং এই বিশ্বকাপ অভিযানে আপনারা, মানে পাঠকরাও অংশ নিতে পারেন। কয়েকটি লেখায় চোখ রাখুন। তাহলেই বুঝতে পারবেন, কী জাতীয় লেখা চাওয়া হচ্ছে। আপনিও আপনার অনুভূতি মেলে ধরুন বেঙ্গল টাইমসের পাতায়। এই বিশ্বকাপ যতটা রোনাল্ডো–‌মেসিদের, ততটাই আপনারও।

লেখা পাঠানোর ঠিকানা:‌

bengaltimes.in@gmail.com‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *