বেঙ্গল টাইমসে একসময় বেশ জমজমাট ছিল বিতর্ক বিভাগ। নানা বিষয়ে যুক্তি–পাল্টা যুক্তির ঝড় উঠেছে। সমৃদ্ধ হয়েছে বিতর্ক।
এবারের বিতর্কের বিষয়: বিজেপি কি সত্যিই বিকল্প?
জাতীয় ক্ষেত্রে নয়। বিতর্কটি একেবারেই রাজ্যের পরিপ্রেক্ষিতে।
খোলা মনে নিজের মতামত তুলে ধরুন। সব ধরনের মতামতই গ্রহণযোগ্য। আপনার মতামতই তুলে ধরা হবে। মতামতের ওপর কোনওরকম স্টিম রোলার চালানো হবে না। তবে তা যেন শালীনতার সীমা না টপকে যায়।
লেখা পাঠান ৩০ মে–র মধ্যে। শব্দসংখ্যা আনুমানিক ৩০০।
ওয়ার্ডফাইলে লেখা পাঠাবেন। ইনবক্সে কপি পেস্ট করেও পাঠাতে পারেন। পিডিএফ পাঠাবেন না।
লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com

