প্রতিমাসে দুটি ই ম্যাগাজিন

জুন মাস থেকেই বেঙ্গল টাইমসে একটি বাড়তি সংযোজন। এবার থেকে প্রতিমাসে দুটি করে ই ম্যাগাজিন প্রকাশিত হবে।

এর আগেও বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি ই ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। কোনওটি বিষয়ভিত্তিক। কোনওটি পাঁচমেশালি।

logo3

এবারও নানা আকর্ষণীয় বিষয় উঠে আসবে সেই ই ম্যাগাজিনে। প্রায় পঞ্চাশ পাতার রঙিন ম্যাগাজিন। সাহিত্য, রাজনীতি, ভ্রমণ, সিনেমা, খেলা থেকে শুরু করে নানা আকর্ষণীয় বিভাগ।

কিছু লেখা থাকবে আমন্ত্রিত। কিছু লেখা আসবে পাঠকদের কাছ থেকে। তাঁদের সামনেও থাকছে লেখক হয়ে ওঠার সুযোগ। নানা বিষয়ে আকর্ষণীয় ফিচার পাঠাতে পারেন পাঠকরাও।

শব্দসংখ্যা মোটামুটি ৫০০।

লেখা কম্পোজ করে পাঠালে ভাল হয়। পিডিএফ নয়, ওয়ার্ড ফাইলটিই পাঠান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *