আন্তর্জাতিক খবর সেভাবে গুরুত্ব পায় না বেঙ্গল টাইমসে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের নানা খবর ও বিশ্লেষণ থাকলেও আন্তর্জাতিক ক্লাব ফুটবল সেভাবে জায়গা পায়নি। কারণটা খুবই পরিষ্কার। রাখতে পারলে ভাল হত। কিন্তু লোকাভাব। তাছাড়া, বাংলা পোর্টালে আন্তর্জাতিক খবরে তেমন সাড়াও পাওয়া যায় না। ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে নিয়ে লিখলে যত মানুষের কাছে পৌঁছয়, আর্সেনাল বা ম্যাঞ্চেস্টারকে নিয়ে লিখলে পাঠক মুখ ফিরিয়েই থাকেন। সেই কারণেই সেদিকে সেভাবে নজর দেওয়া হয়নি।
কিন্তু এবার দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এবার তো আর মুখ ফিরিয়ে থাকা যায় না। তাই বিশ্বকাপের নানা হাল হকিকত থাকবে বেঙ্গল টাইমস জুড়ে। রোজ অন্তত চার–পাঁচটি প্রতিবেদন থাকবে বিশ্বকাপ নিয়ে। এখানে ইতিহাস যেমন থাকবে, বিভিন্ন দলের প্রস্তুতির কথাও থাকবে। ম্যাচরিপোর্ট, বিতর্ক–সবকিছুকেই ছুঁয়ে দেখার চেষ্টা। চাইলে, আপনারাও বিশেষজ্ঞ হয়ে উঠতে পারেন। নানা বিষয়ে লেখা পাঠাতে পারেন। নির্বাচিত হলে অবশ্যই প্রকাশিত হবে।
আপাতত কয়েকদিনের প্রস্তুতি। জুনের প্রথম দিন থেকেই আমরাও মেতে থাকব বিশ্বকাপ জ্বরে। শুধু খেলা নয়, তাকে ঘিরে নানা স্মৃতিচারণ, গল্প, ছড়াও থাকতে পারে। এখন থেকে তৈরি থাকুন।
bengaltimes.in@gmai.com