নতুন ফিচার:‌ ভোটকর্মীর ডায়েরি

ভোট পেরিয়ে গেল। টিভিতে অনেকেই এই প্রহসন দেখেছি। কেউ কেউ সরাসরিও দেখেছি। কিন্তু যাঁরা ভোটের ডিউটি করলেন, তাঁরা বোধ হয় আরও একটু কাছ থেকে দেখলেন।
কোন কোন এলাকায় ভোটের আসল ছবিটা ঠিক কেমন?‌ তাঁদের চোখেই একটু দেখা। চালু হচ্ছে নতুন ফিচার— ভোটকর্মীর ডায়েরি। আগামী পনেরো দিন রোজ একটি বা দুটি লেখা প্রকাশিত হবে। শব্দসংখ্যা ৩০০ থেকে ৫০০।

যাঁরা ভোটের ডিউটিতে গিয়েছিলেন, মূলত তাঁরাই লিখবেন। কিছু লেখা আমন্ত্রিত। বাকিরাও ই মেলে লিখে জানাতে পারেন তাঁদের মূল্যবান অভিজ্ঞতা। মূলস্রোত কাগজের অনেক বাধ্যবাধকতা থাকে। ইচ্ছে থাকলেও আসল ছবিটা তাঁরা অনেক সময় তুলে ধরতে পারে না। কিন্তু আমাদের টিঁকি কোথাও বাঁধা নেই। আমরা অন্তত তাঁদের তুলনায় অনেক বেশি স্বাধীন। তাই স্বাধীন মতামত তুলে ধরতে কোনও দ্বিধা নেই।

polling staff3

শুধু সিরিয়াস কথা থাকতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। নানা মজার মুহূর্ত, সতীর্থদের কথাও তুলে ধরতে পারেন।

আপনারাও লিখুন আপনাদের অভিজ্ঞতার কথা। সেই অভিজ্ঞতা নথিবদ্ধ থাকুক বেঙ্গল টাইমসে।

স্বনামে প্রকাশে যদি আপত্তি থাকে, সেক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করতে পারেন। এমনকী কোথায় ডিউটি পড়েছিল, সেটাও যদি স্পষ্ট করে লিখতে অনীহা থাকে, গোপন রাখতে পারেন।

লেখা পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়।

bengaltimes.in@gmail.com‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.