সন্দীপ লায়েক
ভীষণ ভাল কাজ হয়েছে
বিরোধী নাকি পাওয়াই দায়!
জনগণ বেজায় সুখে
মিথ্যে কথা। রানীর রায়!
ভীড় দেখেছ মুনমুনে?
সোহাম সাথী অনুব্রত।
যেটুকুতে হচ্ছে ভোট
চড়াম চড়াম অবিরত।
আমার দেশে শান্তি শুধু,
নেই যে কোনও নির্বাচন
মূল্যহীন ভোটার কার্ড,
সাক্ষী আছে উন্নয়ন...।।