বেঙ্গল টাইমস প্রতিবেদন: এক শহর থেকে আরেক শহরের দূরত্ব প্রায় ১১০০ কিলোমিটার। খুব দ্রুতগামী ট্রেনেও সময় লাগে ২৩ ঘণ্টার মতো। তা সত্ত্বেও চেন্নাই থেকে পুনে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল চেন্নাই সুপারকিংস। আইপিএলে যেন নতুন এক মাত্রা যোগ হল।
কাবেরী জলবন্টন বিবাদ নিয়ে এমনিতেই তামিলনাড়ু উত্তাল। চেন্নাইয়ের মাঠে ম্যাচ আয়োজন বেশ মুশকিল। বাধ্য হয়েই নিজেদের হোম ম্যাচগুলো পুনেতেই সরিয়ে নিয়ে গেছে সিএসকে। কিন্তু এতদূরে আদৌ সমর্থকরা যেতে পারবেন তো! একটা সংশয় ছিলই। সিএসকে–র পক্ষ থেকে কিছু একটা উদ্যোগ নেওয়া হোক, এমন দাবিটাও জোরালো হয়ে উঠছিল। শেষমেষ আস্ত ট্রেন ভাড়া করে নিলেন শ্রীনিবাসন। ১৪ কামরার এই ট্রেনে শুধুই সিএসকে সমর্থকরা। আপাতত ১০০০ সমর্থককে নিয়ে যাওয়ার ব্যবস্থা হল।
শুধু বিনা খরচে ট্রেনভ্রমণই নয়, সেইসঙ্গে থাকা–খাওয়ার ব্যবস্থাও করছে সিএসকে। রাতে ম্যাচ শেষ হওয়ার পর হোটেলে রাখা হবে। পরেরদিন সকালে সেই স্পেশাল ট্রেন আবার রওনা হবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। পরের ম্যাচগুলির জন্যও থাকবে একইরকম ব্যবস্থা।
দুবছর নির্বাসনে থাকার পর আইপিএলের আঙিনায় ফিরে এল চেন্নাই সুপার কিংস। ফিরে এসেই দারুণভাবে সাড়া ফেলে দিল। এভাবে আস্ত একটা ট্রেন বুক করে নেওয়ার নজির ভারতীয় খেলাধূলার ইতিহাসে নেই।