শোভন চন্দ
আজ লিখতে বসে কলম কাঁদছে শব্দ দিশাহীন
ওই নিষ্পাপ মেয়ের রক্ত ফোঁটা আমায় করেছে নিদ্রাহীন
রক্ত মাখা ধর্ষিতা মেয়ে ধর্ম সর্বশ্রেষ্ঠ
রাম রহিমের মিছিল চালাও বিবেক প্রায় নষ্ট
মন্দির বেশ নিরাপদ স্থান মায়ের কাপড় খোলার
তাই মন ভরে ওরা তৃষ্না মেটালো কি মিষ্টি আবদার
রাজনীতি ধর্মনীতি বুদ্ধিজীবির ভিড়ে
সদ্যজাতো নিষ্পাপ টার কাপড় দিল ছিঁড়ে
কী ধর্মের পরিভাষা আর কিসের রাজনীতি বলতে পার??
নাকি সুযোগ বুঝে শুধুই মেয়েদের কাপড় খুলতে পার
মনে হয় বেশ্যাবৃত্তি ধর্মের থেকে অনেক সম্মানজনক
অন্তত কিছু মানবতা বাঁচে নীতি টিকে থাকে শরীরে
না জানি কি যৌনতা পায় আট বছরের শরীর হাতড়ে
তার মুখ থেঁতলে রাস্তায় ফেলে তাকে চুষে চেটে কামড়ে
রাজনেতা প্রশাসন গণতন্ত্রের দরবারে মুজরা করতে ব্যস্ত
সব কিছুতেই কারণ রয়েছে অজুহাত বড় মস্ত
সত্যি বলতে বিচিত্র দেশ হাজারো বড় খবর
দু একটা মাল রোজ এভাবেই যাবে খুব সাধারণ ব্যাপার
সত্যি আমি খুব অসহায় বড় বিষাক্ত দিন
দয়া করে আর জন্ম দিওনা হোক স্রষ্টা সৃষ্টিহীন