সেই এমেকা, ফের কলকাতায়

সোহম সেন

যাঁরা আটের দশকে ফুটবলের খোঁজখবর রাখতেন, তাঁদের কাছে নামটা অচেনা নয়। এমনকী যাঁরা চুরানব্বইয়ের বিশ্বকাপ দেখেছেন, তাঁরাও চেনেন। সেই নাইজেরিয়ান এমেকার কথা মনে পড়ছে?‌ আবার তিনি কলকাতায়। দু একদিনের অতিথি হয়ে নয়। ফিরে এলেন কোচ হয়ে।

emeka
গত বছর ঝটিকা সফরে একবার কলকাতায় এসেছিলেন। সুদূর নাইজেরিয়ায় থাকলেও কলকাতার ফুটবলের টুকটাক খবর রাখতেন। সোশাল মিডিয়ায় আটের দশকের কলকাতা ফুটবল নিয়ে টুকটাক স্মৃতিচারণও করতেন। সেই নস্টালজিয়াকেই যেন ফের উস্কে দিলেন। এবার তিনি এলেন সাদার্ন সমিতির ডাকে।
সাদার্ন একটি অ্যাকাডেমি করছে। সেই অ্যাকাডেমির মাথায় বসানো হচ্ছে এই বিশ্বকাপারকে। সেইসঙ্গে কলকাতা লিগে বি ডিভিশনে খেলবে। মূলত মিজোরামের ফুটবলারদের নিয়েই এবার দল সাজিয়েছে সাদার্ন। তার টিডি হিসেবে দেখা যাবে এমেকা–‌কে। এমনিতে সাদার্নকে ঘিরে খুব একটা মাতামাতি হওয়ার কথা নয়। কিন্তু মাঠের বাইরে যদি এমেকার মতো বিশ্বকাপার থাকেন, বাড়তি আগ্রহ থাকবেই।
এক সময় ইস্টবেঙ্গলে খেলেছেন। মহমেডানেও খেলেছেন। মহমেডান কর্তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে। আগামীদিনে মহমেডানের কোনও দায়িত্বেও তাঁকে দেখা যেতেই পারে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *