বেঙ্গল টাইমস প্রতিবেদন:
পর পর দুই ম্যাচে এসেছিল বড় জয়। তৃতীয় ম্যাচেও জয় এল। সন্তোষ ট্রফির শেষ চারে পৌঁছে গেল বাংলা।
বাংলা আগের দুটি ম্যাচ খেলেছিল হাওড়া স্টেডিয়ামে। রবিবার ম্যাচ ছিল মোহনবাগান মাঠে, চণ্ডীগড়ের বিরুদ্ধে। বেশ কষ্ট করেই জিততে হল বাংলাকে। ১৭ মিনিটের মাথায় গোল করলেন বিদ্যাসাগর সিং। আর কোনও গোলই হয়নি। মোহনবাগানের মাঠ নিয়েও নানা অভিযোগ বাংলা শিবিরে। মাঠের মধ্যে নানা জায়গায় গর্ত হয়ে রয়েছে।

টানা তিন জয় পেল কেরলও। গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে তারাই শীর্ষে। মঙ্গলবার বাংলার সামনে কেরল। যারা জিতবে, তারা গ্রুপশীর্ষে পৌঁছে যাবে। বাংলা শিবির অবশ্য শীর্ষে থাকা বা না থাকা নিয়ে তেমন চিন্তিত নয়। ফুটবলারদের কথায়, সেমিফাইনালে উঠে যাওয়ায় অনেকটাই স্বস্তি এসেছে। যার সামনেই পড়ি, খেলতে হবে। কাউকে এড়িয়ে যাব ভাবাটাই ভুল। সেমিফাইনালে এড়াতে পারলেও ফাইনালে তো তাদের সামনে পড়তেই পারি। তাই ওসব অঙ্কের কথা ভেবে কাজ নেই। জেতার জন্য খেলতে হবে, তারপর যা হয় হবে।
