অরিত্র ঘোষাল
বিজন ধরের সাংবাদিক বৈঠক দেখছিলাম। একেবারেই ভাল লাগল না। নির্বাচনে হার–জিৎ আছেই। কিন্তু হারটাকে খোলা মনে মেনে নিতে হয়। এটাই গণতান্ত্রিক শিষ্টাচার। কিন্তু ত্রিপুরার বাম নেতৃত্বকে দেখে মনে হল, কিছুতেই তাঁরা এই হার মেনে নিতে পারছেন না।
কয়েকদিন আগেই বাম নেতৃত্ব পর্যালোচনায় বসেছিলেন। জোর দিয়ে বিজন ধর বললেন, এবার বাম সরকার হচ্ছেই। ভোটের পর বিভিন্ন কেন্দ্র ধরে ধরে রিভিউ করেছিলেন বাম নেতৃত্ব। তারপরেই জোরের সঙ্গে এই দাবি।
অথচ, হারার পর বলছেন কেন্দ্র অনেক প্রভাব খাটিয়েছে। বিজেপি অনেক টাকা ছড়িয়েছে। মিডিয়াকে ম্যানেজ করেছে। কোন মিডিয়া কার টাকায় চলে, আমরা জানি। ইত্যাদি ইত্যাদি।
প্রশ্ন হল, এখন এসব কথা বলে লাভ কী? বিজেপি সাম্প্রদায়িক তাস খেলবে, জানা কথা। কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে টাকা খরচ করবে, সেটাও অজানা নয়। মিডিয়ার একটা বড় অংশ সেদিকে থাকবে, এটাও জানা কথা। তাহলে এত অবাক হওয়ার কী আছে? এসব জেনেও তো ভোটের পর বলেছিলেন, বাম সরকার হচ্ছেই। তাহলে, সেই বোঝায় ভুল ছিল। আসল ছবিটা বুঝতেই পারেননি। বুঝতে যে ভুল হয়েছিল, অন্তত এটুকু তো স্বীকার করুন।