বেঙ্গল টাইমস প্রতিবেদন: কর্মজীবনের শুরু হয়েছিল এই শহরেই। তার ওপর বাংলার জামাই। সবমিলিয়ে বাংলার প্রতি বরাবরই এক আলাদা দুর্বলতা রয়ে গেছে অমিতাভ বচ্চনের।
বাংলা ছবির অনেক খবরই রাখেন। নিজের টুইটারে মাঝে মাঝেই বাংলা ছবি নিয়ে মন্তব্য করেন। এবার তিনি উচ্ছ্বসিত কৌশিক গাঙ্গুলির নতুন ছবি নিয়ে। কিশোরকণ্ঠী এক গায়ককে নিয়ে ছবি বানাচ্ছেন কৌশিক। ছবির নাম কিশোর কুমার জুনিয়র। মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ।
একটি অনুষ্ঠানে প্রসেনজিতের সঙ্গে দেখা অমিতাভের। টুকটাক আড্ডায় প্রসেনজিৎ জানিয়েছিলেন তাঁর নতুন ছবির কথা। শুনেই বেশ উচ্ছ্বসিত অমিতাভ। তাঁর লিপে কিশোরের অনেক জনপ্রিয় গান। পর্দায় অমিতাভ আর কিশোর যেন যুগলবন্দী। সেই কিশোরকে নিয়ে ছবি হচ্ছে শুনেই অমিতাভ বলেন, দারুণ একটা সাবজেক্ট। কিশোরদাকে নিয়ে আগেই কাজ হওয়া উচিত ছিল। তবে এই ছবির ভাবনাটা একেবারেই ইউনিক।
পুজোর আগেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিটি দেখার ইচ্ছেও প্রকাশ করেছেন অমিতাভ।