বেঙ্গল টাইমস প্রতিবেদন:
পর্যটনে আরও এক ধাপ এগিয়ে গেল সিকিম। এবার থেকে হাতে সময় কম থাকলে বিমানেই যেতে পারেন সিকিম। তবে সরাসরি গ্যাংটক নয়। কারণ, গ্যাংটকের মতো উচু–নিচু শহরে বিমানবন্দর বানানোর মতো পরিকাঠামো ছিল না।
গ্যাংটক থেকে ৩১ কিমি দূরে পাকিয়ংয়ে নামতে হবে। সেখান থেকে গাড়িতে চলে আসতে পারেন গ্যাংটক। বা আগামীদিনে এই বিমানবন্দরকে কেন্দ্র করে পাকিয়ংয়েও ছোটখাটো পর্যটনকেন্দ্র গড়ে উঠতে পারে। সেখান থেকেই সিকিমের বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তে পারেন।
বায়ু সেনার বিমান আগেই নেমেছিল। পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী বিমানও নামল। এপ্রিলের শুরু থেকেই বিমান চলাচল শুরু হয়ে যাবে। এতদিন বাগডোগরায় নেমে গাড়িতে সিকিম উঠতে হত। গ্যাংটক যেতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগে যেত। অবশ্য হেলিকপ্টার সার্ভিস ছিল। কিন্তু সেখানে খুব বেশি যাত্রীর যাতায়াতের সুযোগ ছিল না।
এবার বিমান পরিষেবা চালু হওয়ায় ভিনরাজ্যের পর্যটকদের কাছে আরও কিছুটা সহজ হয়ে গেল সিকিমে আসা।