কাউকে আঁচ পেতেও দিলেন না মমতা

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী কারা হবেন?‌ গত কয়েক মাস ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। একেবারে বড়সড় চমকই দিলেন তৃণমূল নেত্রী। নাদিমুল হক ফের রাজ্যসভায় যাচ্ছেন, এমন ইঙ্গিত ছিল। কিন্তু বাকি তিনজনের ব্যাপারে কেউই কোনও অনুমান করতে পারেননি। সবার সব জল্পনায় জল ঢেলে দিলেন তৃণমূল নেত্রী।
বাকি তিন প্রার্থী হলেন আবির বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, শান্তনু সেন। আবির নদীয়ার ছেলে। প্রয়াত সাংসদ আনন্দমোহন বিশ্বাসের পুত্র। আগের টার্মে বিধায়ক ছিলেন, এবার হেরে গেছেন। শুভাশিস টালিগঞ্জ এলাকার দলীয় কর্মী। ট্রেন ইউনিয়নের সঙ্গে যুক্ত। শান্তনু সেন কলকাতা পুরসভার কাউন্সিলর।

mamata5
এমন তিনজেনকে যে রাজ্যসভায় পাঠানো হতে পারে, এই তিনজন নিজেরাও ভাবতে পারেননি। কোনও মিডিয়ায় কোনওরকম পূর্বাভাস ছিল না। দলের শীর্ষনেতাদেরও অধিকাংশই জানতেন না। হাওয়ায় ভাসছিল অন্য সব নাম।
১)‌ কোনও ব্যবসায়ী বা চিত্রতারকাকে পাঠাননি। ২)‌ বড় মাপের তারকাকে পাঠাননি। ৩)‌ অন্য দল থেকে ভাঙিয়ে আনেননি। ৪)‌ কাউকে আঁচ পেতে দেননি।

সেদিক থেকে এবারের প্রার্থী নির্বাচন একটু হলেও অন্যরকম।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.